Glimpse_mh's profile picture. cσƒƒєє α∂∂icτє∂ ☕

α rαiทy ∂αy is ℓiкє α ℓσvєℓy giƒτ🌧

I'm мαrυƒ нαsαท

gℓ¡ʍρઽ૯

@Glimpse_mh

cσƒƒєє α∂∂icτє∂ ☕ α rαiทy ∂αy is ℓiкє α ℓσvєℓy giƒτ🌧 I'm мαrυƒ нαsαท

Pinned

পৃথিবীতে আমাদের মসৃণ হবার দিন শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে কারও চোখে চেয়ে জলের মতো তরল হবার দিন, ভালোবেসে গোগ্রাসে বিষ কে গেলে আর মানুষের ভিতরে ভিতরে বড় হচ্ছে আদুরে কপটতা।


আমাদের কতো কথায় ছিলো অপ্রাসঙ্গিকতা কতো কথা ছিলো যুক্তিহীন ব্যাঙের ছাতা; সেসব প্রলাপ যেন আজ লাগে তুমুল হাসির কৌতুক আবার লাগে বকেছি যা-তা।


প্রয়োজনে হবো শূন্য– অপ্রয়োজনে হবো শত আলোকবর্ষ দূরের মৃত নক্ষত্র। তোমারই তো আলো তোমারই তো এই আঁধার তবু কতো যোগ বিয়োগ কতো কাটাকুটি করে আমারে দিয়েছো কিঞ্চিত ভাগ তার।


অনেক যুগ পর আজ একটু খেলা দেখতে বসছিলাম।😵‍💫


একপ্রান্তে জনপদ অন্যপ্রান্ত জনশূণ্য দুদিকেই কূল, দুদিকেই এপার-ওপার, আসা-যাওয়া, টানাপোরেন – দুটো জন্মই লাগে মনে মনে দুটো জন্মই লাগে। ___________শক্তি চট্টোপাধ্যায়


মানুষের বয়স বাড়ে; নিজের ভিতরে ভীষণভাবে সংকোচ বাড়ে, দ্বিধায় চেনা পথ ধরে কখনো কখনো বা হাঁটেও না। এই যে এভাবে বড় হতে হতে সংকুচিত হয়ে কুঁকড়ে যাওয়া সীমানা ছোট হতে হতে বন্দি হয়ে যাওয়া কী দিয়ে বলো এই দুর্বিপাক ঠেকানো যায়।


নেপালকে ধ্বংশের দ্বারপ্রান্তে নিয়ে গেছে জেনজি জেনারেশনের জম্বিরা।


আগুন আর কতোটুকু পোড়ে ? সীমাবদ্ধ ক্ষয় তার সীমিত বিনাশ, মানুষের মতো আর অতো নয় আগুনের সোনালি সন্ত্রাস। ___________হেলাল হাফিজ


বন্য শূয়রের পাল লোকালয়ে ঢুকে যাকে পাচ্ছে তাকেই কামড়ে দিচ্ছে।


যতদিন রবে পদ্মা মেঘনা গৌরি যমুনা বহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।

Glimpse_mh's tweet image. যতদিন রবে পদ্মা মেঘনা গৌরি যমুনা বহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।

কতো আর এই রক্ত-তিলকে তপ্ত প্রনাম! জীবনের কাছে জন্ম কি তবে প্রতারনাময়? এতো ক্ষয়, এতো ভুল জ’মে ওঠে বুকের বুননে, এই আঁখি জানে, পাখিরাও জানে কতোটা ক্ষরন কতোটা দ্বিধায় সন্ত্রাসে ফুল ফোটে না শাখায়। ____________রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ


তারপর পৃথিবীর আলো বাতাস তোমাকে ঠেলে দিবে পাপে অনুতাপে করুণ বার্ধক্যে।


আছে তো তার পরে বারো মাস– উঠিবে কত কথা, কত হাস। আসিবে কত লোক, কত-না দুখশোক, সে কথা কোনখানে পাবে নাশ– জগৎ চলে যাবে বারো মাস।। __________রবীন্দ্রনাথ ঠাকুর


কি যেন কী একটা আড়াল হয়ে যায় কী যেন একটা চাপা পড়ে যায়। নড়ে উঠে আড়ালে অন্ধকারে- নিমেষে শূন্য নিমেষেই হাওয়া! কেন খেয়ালে করো না এই তমসা ভোর করো না আমায় দীপ্তিময়; কেন যে দেখাও না আলো সূর্যের দাপুটে স্বভাবে।


বাংলাদেশে একজন ভারতের দালালকেও আজ অবধি জয় হিন্দ স্লোগান দিতে শুনলাম না। অথচ আমার দেশের ত্রিশ লক্ষ মানুষ হত্যাকারী দেশ পাকিস্তান, সে দেশ নিয়ে বাংপাকিদের সকাল সন্ধ্যা পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিতে দেখি। তারপরও ওরা দেশ প্রেমিক আর ওদের বিরুদ্ধে বললে আপনি ভায়তীয় দালাল!

ভারত থেকে আরও ডাক্তার ও নার্স পাঠানোর প্রক্রিয়াও জারি আছে বলে দু’দেশের কূটনৈতিক সূত্রই বিবিসির কাছে নিশ্চিত করেছে। bbc.com/bengali/live/c…

bbcbangla's tweet image. ভারত থেকে আরও ডাক্তার ও নার্স পাঠানোর প্রক্রিয়াও জারি আছে বলে দু’দেশের কূটনৈতিক সূত্রই বিবিসির কাছে নিশ্চিত করেছে।
bbc.com/bengali/live/c…


আল্লাহ্ নিহতদের পরিবার গুলোকে শোক সইবার শক্তি দাও। #milestonecollege 💔


gℓ¡ʍρઽ૯ reposted

Being alone is peaceful.


৩০ লক্ষ শহীদের রক্তে রঞ্জিত মাটিতে দাঁড়িয়ে রাজাকাররা সর্গবে স্লোগান দিচ্ছে তারা রাজাকার, জঙ্গিরা গর্বভরে স্লোগান দিচ্ছে তারা জঙ্গি। শেখ হাসিনা এই স্বাধীনতা এতকাল দমিয়ে রেখেছিল। আপনি রাজাকার আপনি জঙ্গি ধর্ষনকারী ছিনতাইকারী খুনি যদি গর্বভরে না'ই বলতে পারেন তাহলে কীসের স্বাধীনতা!


রাত যতো গভীর হয় প্রভাত ততো নিকটে আসে।


Loading...

Something went wrong.


Something went wrong.